ঢাকা, মঙ্গলবার, ৭ মে, ২০২৪

বেলুনের গ‌্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

কক্সবাজারে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় স্থানীয় শাহ মজিদিয়া মাদ্রাসা সংলগ্ন মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ এ তথ‌্য নিশ্চিত করেছেন।


এ ঘটনায় মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মিয়াজী পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ এহছান (১২) ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে নেওয়ার পের বাকি দুজনের মৃত‌্যু হয়। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এদিকে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে তাদের বেশিরভাগই শিশু বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ।মোহাম্মদ উল্লাহ বলেন, ‘‘শুক্রবার মাতারবাড়ী শাহ মজিদিয়া মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সভার নির্ধারিত দিন ছিল। এ উপলক্ষ্যে সকাল থেকে মাদ্রাসা সংলগ্ন এলাকাসহ স্থানীয় মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে নানা পসরা নিয়ে দোকানপাট বসে।


‘সকাল ১১টার দিকে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের খেলনার বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বশে কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই শিশু।”


তিনি আরও বলেন, ‘ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাতারবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন‌্য চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’


মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানিয়েছেন, মাতারবাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।


এদের মধ‌্যে মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মিয়াজী পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ এহসান (১২) ঘটনাস্থলেই মারা যায়।


এছাড়া চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়ার ফরিদুল আলমের ছেলে সাদেকুল ইসলাম রাহাতের (১৩) মৃত‌্যু হয়। পরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় বেলুন বিক্রেতা ও গ্যাস সিলিন্ডারটির মালিক মোহাম্মদ আলমগীর (৪২) মারা যান। তিনি কক্সবাজার জেলার চকরিয়ার সিরাজুল ইসলামের ছেলে।

ads

Our Facebook Page